রাজবাড়ি ইমাম আসিম তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো পবিত্র কোরআনের আলো রাজবাড়ি জোনের বাছাই পর্ব।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী সামছুল আলম। এতে জেলার প্রায় ১০টি মাদ্রাসার ৩৫জন প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে চারজনকে ইয়েস কার্ড দেয়া হয়। বিভিন্ন জেলা থেকে ইয়েস কার্ড প্রাপ্ত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন বাছাই পর্বের এ রাউন্ডে।
পবিত্র রমজান মাসে ইফতারের আগে বাংলাভিশনে প্রচারিত হবে পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠান। এটি দেশের কোরআনে হাফেজ ও আলেমসহ সর্বস্তরের মানুষের কাছে খুবই প্রিয় একটি অনুষ্ঠান।