নারী আজান দিচ্ছে, আবার নারীই নামাজ পড়াচ্ছেন। সচ’রাচর এমন দৃ’শ্য দেখা না গেলেও জা’র্মানির বার্লিনের একটি
মসজিদ পরিচালিত হচ্ছে নারীদের দাঁ’ড়াই। নারীদের সম’ম’র্যাদা প্রতিষ্ঠায় মসজিদটি তৈরি করা হয়েছে বলে জানান এর প্রতিষ্ঠাতা। সুমধুর নারী কণ্ঠে পবিত্র আজা’নের ধ্ব’নি শুনতে পাওয়া যায় জার্মানির বার্লিনের একটি মসজিদে। শুধু
মোয়া’জ্জি’নই নয়, মসজি’দটির ইমামও একজন নারী। আর তাদের স’ঙ্গে’ই নামাজ আদায় করছেন পুরু’ষরা’ও। ইবনে রু’শদ গোথে নামের মসজিদটির প্রতিষ্ঠাতা সেইরান জানান, নারী অধি’কার প্রতিষ্ঠায় গুরু’ত্বপূর্ণ অবদান রাখছে মসজিদটি।

তিনি বলেন, আমি বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গিয়ে বৈষম্যের শি’কার হয়েছি। পুরু’ষ’দের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করতে দেয়া হয়নি। কিন্তু নামাজের সঙ্গে তো লি’ঙ্গে’র কোনো পার্থ’ক্য থাকার কথা নয়।
আমি মসজিদটি তৈরি করেছি যাতে সবাই একসঙ্গে নামাজ পড়তে পারেন। নারীরাও যে ইমাম বা মোয়াজ্জিন হতে পারে এটাই তার উদাহরণ।
নারীদের প্রতি বৈষম্য রো’ধ করতেই চার বছর আগে মস’জিদটি প্রতি’ষ্ঠা করা হয়।