Breaking News

মা হারালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ।

ল্যাবএইড হাসপাতালের গ্রাহক সেবা প্রতিনিধি মোহাম্মাদ টুটুল বলেন, ‘সম্প্রতি স্ট্রোক করলে তাঁকে (শেফালি বিশ্বাস) হাসপাতালে নিয়ে আসা হয়। সর্বশেষ তিনি আইসিইউতে ছিলেন। গত রাত ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।’

জানা গেছে, অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়ায় নেওয়া হচ্ছে। সেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জীবনের শেষ সময়ে শেফালি বিশ্বাস মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।