Breaking News

সঠিক পথে থাকতে নিয়মিত পড়ুন এই দোয়াটি

মুসলমান হিসেবে আমাদের সবারই উচিত হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো পথে চলা। আমরা তার উম্মত বা অনুসারী দল। তার দেখানো পথেই আমরা আল্লাহর হুকুম-বিধান মেনে থাকি।
উম্মতদের সঠিক পথ পাওয়ার জন্য হযরত মুহাম্মদ (সা.) দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহ তায়ালার পবিত্র কুরআন। আর অপরটি হলো তার সুন্নত বা সুন্নাহ।

আমরা সবসময়ই শয়তান দ্বারা প্রভাবিত হই। এজন্য সঠিক পথে থাকতে চাইলেও শয়তানের ধোকায় সাড়া দিয়ে আল্লাহর হুকুম-বিধান ভুলে যাই। আর তাই সঠিক পথের দিশা পেতে নিয়মিত একটি দোয়া পড়তে হবে-

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাদ।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত ও সরল পথ প্রার্থনা করছি।

হজরত আলী (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে এই দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। (রিয়াদুস সালেহিন, হাদিস : ২৫০)

ডেইলি বাংলাদেশ