Breaking News

স্কুলছাত্রকে নি’র্যাতন করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হলো ভিডিও

কুষ্টিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে নি’র্যাতনের ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রধান অ’ভিযুক্তসহ তিনজনকে গ্রে’ফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নি’র্যাতনের শি’কার ওই স্কুলছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মা’মলা করলে রাতেই পুলিশ অ’ভিযান চালিয়ে মূল অ’ভিযুক্ত অভিসহ তিনজনকে গ্রে’ফতার করে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) নিশিকান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। নি’র্যাতনের শি’কার ওই স্কুলছাত্রের নাম লাবিব আলমাস। সে কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

লাবিবের বাবা শামসুর রহমান বলেন, গত ১৮ নভেম্বর সকালে আমার ছেলে স্কুলে অ্যাসাইমেন্ট জমা দিতে যায়। পরে তার বন্ধু অভি ও রাতুলের সঙ্গে দেখা হলে তারা আমার ছেলেকে তাদের বাসায় দাওয়াত আছে বলে জানায়। আমার ছেলে বিকেলে তাদের বাসা কোর্টপাড়ায় গেলে সেখান থেকে রিকশা যোগে তাকে হাউজিং চাঁদাগাড়া মাঠের মধ্য নিয়ে যাওয়া হয়। আগে থেকেই ওকে মারার পরিকল্পনা করেছিল ওর বন্ধুরা। চাঁদাগাড়া মাঠে পৌঁছানোর পর আমার ছেলেকে অভি ও রাতুল এ’লাপা’তাড়ি শা’রীরিক নি’র্যাতন করে। স্থানীয় কয়েকজন ঘটনাটি দেখে এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে আমার ছেলেকে রিকশা যোগে বাড়িতে পাঠিয়ে দেয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লাবিবকে শা’রীরিক নি’র্যাতনের সময় ওই কিশোররা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। পরবর্তীতে নি’র্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরাল হলে এ নিয়ে কুষ্টিয়া জুড়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় শুক্রবার নি’র্যাতনের শি’কার লাবিব আলমাসের বাবা শামসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মা’মলা করেন। মা’মলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আ’সামি করা হয়েছে।