Breaking News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৮০ নম্বরে, বিভাগীয় শহরগুলোতেও পরীক্ষা

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ৮০ নম্বরের। এমসিকিউ ৪০ এবং লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের।
সোমবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর বাকি ২০ নম্বর বন্টন হবে।

এবারই প্রথম বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সিট কমানোর প্রসঙ্গ উঠলেও, তা নিয়ে কোন আলোচনা হয়নি।