রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১২টায় এ আগুনের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়ি-ঘর ও দোকানপাট পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। হতাহতের বিষয়েও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোন তথ্য জানা যায়নি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে এলাকায়। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।