Breaking News

মিলনে রাজি হইনি বলে সিনেমা থেকে বাদ পড়েছি: শ্রীলেখা

বলিউড অ’ভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যার পর ফিল্ম ইন্ডাস্ট্রির জঘন্য রাজনীতি ও পক্ষপাতদুষ্টের কথা সামনে আসছে। বলিউডের অনেক তারকা এসব নিয়ে অবসাদে ভুগেছেন বলেও জানিয়েছেন।

সুশান্তর আত্মহ’ত্যার প্রভাব টলিউড ইন্ডাস্ট্রিতেও পড়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড অ’ভিনেত্রী শ্রীলেখা মিত্র।ভা’রতীয় একটি সংবাদমাধ্যমে এ অ’ভিনেত্রী বলেন—ইন্ডাস্ট্রিতে ক্যাম্প আছে। নায়ক কিংবা তার প্রে’মিকার আবদারে সিনেমা থেকে অন্য অ’ভিনেতাকে সরিয়ে দেওয়া হয়। অনেক দিন ধরে এসব টলিউডেও চলছে। আজ সুশান্তের আত্মহ’ত্যার কারণে ইন্ডাস্ট্রির জঘন্য রাজনীতি নিয়ে আম’রা সরব।অ’ভিনয় ক্যারিয়ারে নিজেও পক্ষপাতদুষ্টের শিকার হয়েছেন শ্রীলেখা। সেই ঘটনা জানিয়ে এ অ’ভিনেত্রী বলেন— অন্নদাতা সিনেমাটি সুপারহিট হয়। পরের সিনেমায় সাইন করার কিছু দিন পর জানলাম আমাকে বাদ দেওয়া হয়েছে। সিনেমা’র নায়কের সঙ্গে যে প্রে’ম করছেন, তাকেই নেওয়ার দাবি এসেছিল।

প্রযোজক-পরিচালকের সঙ্গে সময় না কা’টানোর কারণে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন শ্রীলেখা। তা জানিয়ে এ অ’ভিনেত্রী বলেন—পার্টিবাজ প্রযোজক-পরিচালকের সঙ্গে ডিনারে যাইনি, বিশেষ সময় কা’টাইনি বলেই আমাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে মন খা’রাপ হয়েছে কিন্তু মনোবল ভাঙেনি।’